কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পিরোজপুরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। এ সময় জেলার বাসিন্দা পুলিশ সদস্যরা যারা কর্তব্যরত অবস্থায় বিভিন্ন স্থানে নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেয়া হয়।
রবিবার পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও জেলা পুলিশের সদস্যবৃন্দ। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব