করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জেলার ৪ টি পৌরসভা ও ৬টি উপজেলায় জনগণকে সতর্ক করতে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠনগুলো। যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত 'পোস্টাল ওয়েলফেয়ার' নামে ২৮টি সংগঠন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
শুরুতে এই সংগঠনের মাধ্যমে গণপ্রচারণা, লিফলেট, হ্যান্ড ওয়াশ, সাবান, মাস্ক বিতরণ, যাত্রীবাহী পরিবহনে স্প্রে করাসহ পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে বরগুনা পৌরসভায় মেয়রের উদ্যোগে প্রতিদিনই চলছে সচেতনতামূলক প্রচারণাসহ হাত ধোয়া কার্যক্রম। বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে চলছে লিফলেট বিতরন ও মাইকিং, জনস্বাস্হ্য প্রকৌশল বিভাগ শহরের মাছ বাজার এলাকায় বসিয়েছে হাত ধোয়ার বেসিন, যুব রেডক্রিসেন্ট, উৎসর্গসহ বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে।
বেতাগী উপজেলায় গণসচেতনতায় কাজ করছে, যুব রেডক্রিসেন্ট, তরুণ কল্যাণ, ম্যাফস ফাউন্ডেশন, বামনায় কাজ করছে উপজেলা সচেতন নাগরিক কমিটি, শুভ সংঘ, আমাদের পাঠশালা, পাথরঘাটায় কাজ করছে সামাজিক সংগঠন প্রত্যয়, তালতলিতে কাজ করছে ব্লাড ডোনার ক্লাব, আমতলিতে বে-সরকারী সংগঠন, নজরুল স্মৃতি সংসদসহ একাধিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল