করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যহত রাখতে ডাক্তার ও সেবিকাদের সুরক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজস্ব উদ্যোগে এসব বিতরণ করা হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন এএফএম শফীউদ্দীন, আশিক মাহমুদ মিতুল হাকিমের পক্ষে করোনা ভাইরাসে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ডাক্তার ও সেবিকাদের রক্ষার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ১২ চ্যানেলের ইসিজি মেশিন, দুইটি সাকার মেশিন, নেবুলাইজার মেশিনসহ ১০ লক্ষ টাকার চিকিৎসা উপকরণ বিতরণ করেন। এছাড়া রাজবাড়ী সদর হাসপাতালসহ কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ পিস পিপিই, চার শতাধিক মাক্স ও হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়।
চিকিৎসা উপকরণ বিতরণ করার সময় রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম শফীউদ্দীন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. আঞ্জুমারা খাতুন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল