১ এপ্রিল, ২০২০ ০৩:৪৫

বেদে পল্লীতে ময়মনসিংহের এসপির সহায়তা

ময়মনসিংহ প্রতিনিধি

বেদে পল্লীতে ময়মনসিংহের এসপির সহায়তা

করোনা প্রকোপে সারাদেশ যখন অচল, তখন দু'বেলা খাবার জুটবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। কাজ না পেয়ে ঘরে বন্দি তারা। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে সম্প্রদায়। 

আর অবহেলিত এ সম্প্রদায়ের মাঝে ব্যক্তিগত এবং মহার্ঘ্য ভাতা থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শম্ভুগঞ্জ এলাকায় চাল, ডাল, তেল, পিয়াজসহ ৭০টি পরিবারের কাছে তিনি তুলে দেন খাদ্য সহায়তা। 

এসময় পুলিশ সুপার জানান, মূলত সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না, বা বঞ্চিত হচ্ছেন, তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর