৪ এপ্রিল, ২০২০ ১৬:১৫

বরিশালে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা

বরিশালে করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

সকাল থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া, টুঙ্গীবাড়িয়া, শায়েস্তাবাদ, চরবাড়িয়া এবং চাঁদপুরা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নের ৯০টি পরিবারে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পিয়াজ এবং মাস্ক।

বরিশালের সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু শনিবার সদর উপজেলার চরমোনাই এবং শুক্রবার বিকালে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। 

এছাড়া শনিবার সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৮সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে হাজার হাজার কর্মহীন মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর