৬ এপ্রিল, ২০২০ ১৮:০৩

টাঙ্গাইলে ত্রাণসামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ত্রাণসামগ্রী বিতরণ

টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের উদ্যোগে করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে টাঙ্গাইল সদর মগড়া ইউনিয়নে রাঘব কররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে মগড়া ইউনিয়ন এলাকায় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 

এ সময় প্রতিজনকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও ১ পাতা করে প্যারাসিটামল ওষুধ দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, মগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজীম উদ্দিন, মগড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মনছের আলী, মগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান, মগড়া ইউনয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর