চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল বাইতুন নুর জামে মসজিদ, জাওনিয়া ঝুলি বস্তি নতুন জামে মসজিদ ও দুস্থদের মাঝে ১১টি সোলার প্যানেল বিতরণ করেছেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষদের কষ্ট বেড়েছে। সাধ্যমতো চেষ্টা করছি; এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
তিনি বলেন, এই দুর্দিন থাকবে না। আঁধার কেটে আলো আসবেই। তাই সবাইকে সচেতন থেকে ধৈর্যসহকারে এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী ইসলাম জুয়েল সহ দলীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম