ব্রাহ্মণবাড়িয়া জেলার করোনার ‘হটস্পট’ আখাউড়া উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে থাকা নারী শুক্রবার সকালে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। ওই নারী দীর্ঘ ২৮ দিন আইসোলেশনে ছিলেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন, এই মুহূর্তে আখাউড়াতে আর কোনো করোনা রোগী নেই। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আবারও আক্রান্তের সম্ভাবনার শঙ্কা প্রকাশ করেন তিনি।
জেলায় ৫৮ জন করোনা আক্রান্তের মধ্যে আখাউড়াতে ছিলো দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন। এর মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। শুরুর দিকে উপজেলার রাণীখারে করোনা আক্রান্ত একজন মারা যান। বাকিরা আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী এখন নবীনগর উপজেলার। ওই উপজেলার একই পরিবারের ১২ জনসহ ১৬ জন আইসোলেশনে আছেন। সড়কপথে জেলার প্রবেশদ্বার আশুগঞ্জ ও কসবাতে এখানো কেউ করোনা আক্রান্ত হননি।
বিডি প্রতিদিন/হিমেল