করোনাভাইরাসে আক্রান্তদের মাঝে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
ইন্টার্ন চিকিৎসকদের জন্য ২ শত পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন বরিশালের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এসময় শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ.কে.এম নাজমুল আহসান, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম