গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। আনুমানিক ৫০ বছর বয়সের ওই ব্যক্তির বাড়ি কালীগঞ্জ উপজেলার ভাতার্দী দক্ষিণপাড়া এলাকায়।
কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, কালীগঞ্জ উপজেলার ভাতার্দী দক্ষিণপাড়া এলাকার ওই ব্যক্তি শুক্রবার সকাল ১০টার দিকে মারা যান। তিনি গত কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয়রা দাবি করেছে। করোনা পরীক্ষার জন্য বিকেলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে নিহতের স্বজনরা জানিয়েছেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হাপানি জনিত শ্বাসকষ্টে (সিওপিডি) ভুগছিলেন। গত ডিসেম্বরে তিনি হাসপাতাল থেকে যক্ষা রোগের চিকিৎসা নিয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত (শুক্রবার) চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের সদস্যসহ মোট ৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৬ জন নার্স ও পুলিশের ৫ জনসহ মোট ৬৭ জন সুস্থ হয়েছেন। অন্যরাও সুস্থ হওয়ার পথে রয়েছেন। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল