বগুড়ায় ১৪ হাজার মানুষের হাতে ইফতার হিসেবে প্রতিদিন রান্না করে সবজি খিচুড়ি পৌঁছে দিচ্ছেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও ঠিকাদার আব্দুল মান্নান আকন্দ।
বগুড়ায় করোনায় কর্মহীন, অভাবী, ছিন্নমূল, অসহায় এবং রোজাদার ব্যক্তিকে সবজি খিচুড়ি দিয়ে প্রতিদিন ইফতার করাচ্ছেন তার পক্ষে কিছু শ্রমিক ও স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন বগুড়া শহরের স্টেশন রোড, স্টেশন এলাকা, বাদুড়তলা, সরকারি আজিজুল হক কলেজের আশপাশে, ছাত্রাবাস, নামাজগড়, বউবাজার, মালতিনগরসহ বিভিন্ন এলাকার অভাবিদের মাঝে এই খাবার বিতরণ করেন।
বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও শুকরা এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. আব্দুল মান্নান আকন্দ জানান, তিনি ব্যক্তিগত অর্থায়নে প্রতিদিন প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষের মাঝে খিচুরি বিতরণ করা হয়। তিনি জানান, এই সবজি খিচুরি রান্না হয় রোজাদার ব্যক্তির জন্য। কিন্তু করোনার কারণে অনেকের ঘরে খাবার না থাকায় তারাও এই খাবার নিয়ে যায়। ভিন্ন ধর্মের মানুষও এই খাবার থালা ভরে নিয়ে যায়। পুরো রমজান মাসজুড়ে এই সবজি খিচুরি রান্নার পর বিতরণ করা হবে। এই কাজগুলো তার কিছু শ্রমিকের সাথে স্বেচ্ছাসেবিরা করে।
জানা যায়, আব্দুল মান্নানের পক্ষে কিছু স্বেচ্ছাসেবীরা ৮ মে শুক্রবারও বিভিন্ন এলাকায় সবজি খিচুড়ি রান্না করে বিতরণ করেছেন। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন দপুরের পর থেকে রান্না করা সবজি খিচুরি সসপেনে করে ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে বিতরণ করেন। প্রতিদিন ১ হাজার ৭০০ কেজি চাল ও ১ হাজার ৫০০ কেজি সবজি রান্না করে ১৪ হাজারের বেশি মানুষের মধ্যে তা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন