হবিগঞ্জে ৩ শতাধিক দরিদ্র অসহায় ও কর্মহীনদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ আড়াইটার দিকে শহরের দক্ষিণ শ্যামলীস্থ তার বাস ভবনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া শহরের হবিগঞ্জ নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও শায়েস্তগঞ্জে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক সহসভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, প্রভাষক এসএম লুৎফুর রহমান, মিজবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন