করোনাভাইরাস মোকাবিলায় চলতি বোরো মৌসুমে বগুড়ায় প্রান্তিক কৃষকের বোরো ধান কেটে দিলেন বগুড়া জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। কৃষি শ্রমিক সংকট সমাধানে কৃষকের ঘরে বোরো ধান তুলতে স্বেচ্ছাশ্রমে কৃষকলীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
শুক্রবার সকালে শহরের আকাশতারা মন্ডলপাড়ার প্রান্তিক কৃষক আলমগীর হোসেনের ২ বিঘা জমির ধান কেটে তার ঘরে তুলে দেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ধান কাটেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মানিক, কৃষকলীগ নেতা বকুল আহম্মেদ, এস এম টুটুল, বকুল মিয়া, খালেকুজ্জামান, আমিনুল হক, সুজাউদ্দৌলা সুজা, নবির উদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন