কুড়িগ্রামের নাগেশ্বরীর এক মাদক মামলার আসামিকে জেলহাজতে নেয়ার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে। সঙ্গে সঙ্গে পুলিশ তার পিছু ধাওয়া করেও তাকে ধরতে ব্যর্থ হয়। তবে পুলিশ জানায় তাকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এক গ্রাম হিরোইনসহ কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় চৌধুরী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলামকে নাগেশ্বরী সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বিজিবি। এরপর তাকে নাগেশ্বরী থানা পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে পুলিশের দুই কন্সটেবল আরিফুল ইসলাম ও আফতাব আলী আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করার জন্য অটোরিক্সাযোগে যাচ্ছিলেন। এ সময় অটোরিক্সা কুড়িগ্রামের সবুজ পাড়ায় এসে পৌঁছলে আসামি হামিদুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ দ্রুত তাকে পিছুু ধাওয়া করেও ধরতে ব্যর্থ হন।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে পুনরায় ধরার জন্য চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ