বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেছেন। শুক্রবার দুপুরে শেরপুর শহরের হাসপাতালরোডস্থ বাসভবনে টাকা বিতরণ করে প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। সংসদ সদস্য হাবিবর রহমান তার প্রায় এক বছরের মুক্তিযোদ্ধা ভাতা ২৬ জন মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করেন। মুক্তিযোদ্ধাদের তিনি নগদ টাকা ছাড়াও ৫ কেজি করে চাল, ডাল, আলু উপহার হিসেবে প্রদান করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, পিএস কোরবান আলী মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন