কুড়িগ্রামের উলিপুরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে বাবা-মেয়ে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তি বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের ছেলে সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনা খাতুন।
এ ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদ এলাকার সাহেবের আলগা ইউনিয়নে ঘটে। তবে শুক্রবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে নিহতের স্বজনরা জানান।
জানা গেছে, উপজেলার মোল্লারহাট ঘাট থেকে সুলতান মিয়া (৪৪) তার স্ত্রী জোবেদা বেগম (২৯) ও মেয়ে শিরিনা খাতুনসহ (১৩) পরিবারের ৬জন মিলে নৌকাযোগে সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ারচর গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। নৌকাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি আসলে আকস্মিক কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে। এসময় নৌকায় থাকা ১০ যাত্রীর মধ্যে ৮ জন সাঁতরিয়ে নদের তীরে পৌঁছাতে পারলেও সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনা খাতুন নিখোঁজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনাকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন