প্রাণঘাতী করোনার বিস্তার রোধকল্পে সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদিকে মুক্তি দিয়েছে নেত্রকোনা কারা কর্তৃপক্ষ।
নেত্রকোনা কারাগারের জেল সুপার আবদুল কুদ্দুস জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে সারা দেশে ২ হাজার ৮ শত ৮৪ জন কয়েদিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে সন্ধ্যার আগে নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদিকে মুক্তি দিয়েছে নেত্রকোনা কারা কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, নেত্রকোনা জেলা কারাগারে মোট ধারণ ক্ষমতা ৪শ' জনের। বর্তমানে কারাগারে আছেন ৭শ' ১৪ জন। স্থান সংকোলনের জন্য নেত্রকোনা জেলা কারাগারে কিছু কয়েদি মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে আমরা নেত্রকোনায় ৪২ জন লঘু অপরাধে সাজাপ্রাপ্ত কারাবন্দিদের তালিকা পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শুক্রবার তাদের মধ্যে ২০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এরা সবাই লঘু অপরাধে ১ থেকে ২ বছরের সাজা প্রাপ্ত কয়েদি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ