সম্প্রতি চলমান করোনাভাইরাসের কারণে লালমনিরহাটের তিস্তা চরের কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে ২য় দিনের মতো দিনরাত ছুটে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে গতকাল শুক্রবার (৮ মে) তারা তিস্তা ধরলার বিভিন্ন চরের হতদিরদ্র মানুষের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ আসছেন।
সেনাবাহিনীর সূত্র জানান, তাদের এ কার্যাক্রম অব্যাহত থাকবে। আত্বমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানান তারা। এছাড়াও জেলার বিভিন্ন চরে চিকিৎসা সেবা কার্যক্রম ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
আজ শনিবার সকালে সেনাবাহিনী ও বাংলালিংক যৌথভাবে লালমহিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেন।
ত্রান সামগ্রী পেয়ে খুশি তিস্তার চরের কয়েক দফা ভাঙনে অসহায় পরিবারগুলো। ভাঙ্গা গড়ার সাথে যাদের সব সময় যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে এই করোনা মহামারীতে কেউ রাখেনি তাদের খোঁজ। ঠিক এমন সময়ে তাদের দ্বারে দ্বারে খাদ্য নিয়ে সেনাবাহিনী।
গড্ডিমারী ইউনিয়নের চরগড্ডিমারী এলাকার কুদ্দুস মিয়া (৫২) বলেন, এই দূর সময়ে সেনাবাহিনী অসহায় মানুষের ঘরে এসে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে এজন্য তাদের ধন্যবাদ। জনপ্রতিনিধিদের মাধ্যমে দিলে হয়তো এভাবে পেতাম না।
এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো.আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতে শুরু থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সব মানুষের জন্য কাজ করে যাব। এছাড়া খাদ্যসামগ্রী ও বীজ বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ