নরসিংদীর শেখেরচরে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় দেড় হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শেকেরচর ধুমকেতু সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ধুমকেতু সেবা সংঘের সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো: শফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালিব হোসেন, নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, জেলা যুবলীগ তথ্য ও গবেষণা সম্পাদক নূর মোহাম্মদ, ধুমকেতু কোষাধ্যক্ষ আব্দুল আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন