নেত্রকোনার আটপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা মো. দীন ইসলামকে (৬৮) কুপিয়ে আহত করায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহতের মেয়ে নিলোফার ইয়াসমিন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে
সোমবার (১১ মে) রাতে আটপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মো. কামরুজ্জামান কামরুল (৪২) ও মো. সানাউল্লাহকে (২১) আটক করে।
পুলিশ জানায়, উপজেলার দেওগাও গোবিন্দপুর গ্রামের মোড়লপাড়ার মুক্তিযোদ্ধা দীন ইসলাম সোমবার দুপুরে জমিতে ধান কাটতে যান। এ সময় মৃত আব্দুল মজিদ ও আব্দুল জাহেদের বাড়ীর সামনে পুকুর পাড়ে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত করে। মুক্তিযোদ্ধার আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল