প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় মানুষদের সচেতনতাসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত রেখে বগুড়ার কাহালুর মাঠে রয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারি। মাইকিং করে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য আহবান জানাচ্ছেন তারা।
জরুরি কাজে যারা বাইরে বের হচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে মাস্ক ব্যবহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে। নিজের এবং পরিবার তথা সমাজের সামগ্রিক স্বার্থে সবাইকে নিরাপদে থাকার আহবান জানান প্রশাসন। প্রতিদিন দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা অব্যাহত রেখেছেন। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল প্রতিনিয়ত কাহালু উপজেলার বিভিন্ন হাট-বাজার, ওষুধের দোকানসহ কাঁচা বাজারে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জনগণকে সার্বিকভাবে সরকারের আইন মেনে চলার আহবান জানানো হচ্ছে।
কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ বিভিন্ন স্থানে প্রচারণা, ত্রাণ সহায়তা অব্যহত রেখেছেন। তারা জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করছেন। মাঝেমধ্যে করোনা ঠেকানোর কৌশল পরিবর্তনে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন গুরুত্ব পয়েন্টে চেকপোষ্ট বসানো হচ্ছে।
আবার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও পুলিশের টহল জোরদার করে বাজারে অহেতুক ঘোরাফেরা ও নির্দিষ্ট সময় পার হওয়ার পর দোকান খোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হচ্ছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
একাধিক জনপ্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান কাহালুতে যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দিনে-রাতে কাহালু উপজেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার করোনাভাইরাস পরিস্থিতিতে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আল আমীন