করোনা মোকাবিলায় কুড়িগ্রাম জেলা লকডাউনের কারণে জেলার সীমান্তবর্তী এলাকা ভূরুঙ্গামারীতে ঘরে থাকা ও কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক অসহায় দুস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তের ডেবডেবি হাইস্কুল ও ভাওয়ালকুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করেন বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২২ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামানসহ বিওপি কমান্ডার, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আল আমীন