করোনা মোকাবিলায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৬০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের এসব পরিবারকে খাদ্য বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল আহমেদ। নাগেশ্বরী ডিগ্রী কলেজ ও ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ মাঠে ত্রাণসামগ্রীর মধ্যে প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আটা, লবণ ও সুজি।
ক্যাপ্টেন ফয়সাল আহমেদ জানান, করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশাপাশি আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছি। সাধ্যমত এ সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন