ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শামীম (১৪) নামে ওই ট্রলির হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ওই এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ফুলপুরগামী একটি ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার শামীমের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার