ফেনীতে নাঈমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামের কবির আহম্মেদের নতুন বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে সোমবার রাতে ফেনী মডেল থানায় নাঈমা আক্তারের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছন। পুলিশ নিহতের স্বামী প্রবাসী মো. ইব্রাহীমকে গ্রেফতার করেছে। ইব্রাহীম কবির আহম্মেদের ছেলে। গত মার্চ মাসে দুবাই থেকে সে দেশে এসেছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ নাঈমার স্বামী ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার