মাগুরা মম্মদপুর উপজেলার রামপুর গ্রামে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় লামিয়া খাতুন নামে ৬ মাসের এক শিশু নিহত হবার অভিযোগ পাওয়া গেছে।
নিহত লামিয়ার বাবা লিটু মিয়ার অভিযোগ, প্রতিপক্ষ রুহুল আমিনের সমর্থকদের সাথে গত ৫ মে লিটুর বাবা সেকেন্দার আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ রুহুল আমিনের লোকজন সোমবার রাত ১০ টার দিকে সেকেন্দার আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে লিটুর ৬ মাসের কন্যা সন্তান লামিয়াকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে সে নিহত হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, লামিয়া হত্যার বিষয়ে তার বাবা ৩ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। শিশুটির ময়না তদন্ত হয়েছে। এটির রিপোর্ট পেলে প্রকৃত অবস্থা বোঝা যাবে। লিটু মিয়ার বাবা সেকেন্দার আলীর সাথে এলাকায় প্রতিপক্ষ একটি গ্রুপের বিরোধ চলছে। সব বিষয় বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার