টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালী বাজারে প্রাইভেট কার চাপায় তিনি নিহত হন। এ সময় প্রাইভেটকার ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সে উপজেলার বোয়ালী বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক ও উপজেলার সোলাপ্রতিমা এলাকার আ. জলিলের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, বোয়ালী বাজারের রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের চাপায় রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানা পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা এ.এস.এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় প্রাইভেটকার ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ