দিনাজপুরে ৬ হাজার সীমান্তবর্তী দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে পৃথক পৃথকভাবে অসহায় দুস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও হিতৈষী ব্যক্তিবর্গের সহায়তায় এবং ফুলবাড়ী ২৯ বিজিবি’র সার্বিক তত্বাবধায়নে খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় মঙ্গলবার সকাল ১১টায় চৌঠা বিওপি’র দায়ীত্বপূর্ণ এলাকার দেশমা মাদ্রাসা মাঠে ৫শ পরিবার এবং বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ৫ শ অসহায় দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক খাঁন, ফুলবাড়ী ২৯ বিজির অধিনায়ক লে: কর্নেল মো. শরিফুল্লাহ্ আবেদসহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, জিবির পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ ও সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার