দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ৩০ বছর বয়সী এক তরুণী। সোমবার দিবাগত রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় ওই তরুণী বাদী হয়ে হাসপাতালের ডা. নরদেব রায়ের (৩৩) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
ধর্ষণে অভিযুক্ত ডা. নরদেব রায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে।
মামলার বিষয় নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে ধর্ষণের মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক আছে। ওই মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার