হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৯ মে রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসেন মো. আদিল জজ মিয়া স্বাক্ষরিত এক পত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে চেয়ারম্যান মুখলিছ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার