বিড়িতে বিদ্যমান শুল্ক কমানো ও সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবি জানিয়েছে বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার পাবনা ও ময়মনসিংহে পৃথক মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানিয়েছেন তারা। দাবি পূরন না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন বিড়ি শ্রমিকরা।
পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম প্রমুখ। মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মো. রবিন মিয়া প্রমুখ। মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিড়িতে বিদ্যমান শুল্ক ২০২০-২১ অর্থবছরে কমাতে হবে। বিড়ি শ্রমিকদের সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের মুজুরী বৃদ্ধি করতে হবে।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেন বলেন, বিড়ি শিল্পের সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত। সমাজের অসহায় মানুষ বিড়ি তৈরী করে জীবিকা নির্বাহ করে। করোনা ভাইরাসের কারণে তারা কর্মহীন। সরকারীভাবেও এসব শ্রমিকরা সাহায্য-সহযোগিতা পাচ্ছে না। ফলে বিড়ি শ্রমিকরা অনেক কষ্টে জীবন-যাপন করছে। এমতাবস্থায় আমাদের দাবিসমূহ মানতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল