অবশেষে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজীর গোয়েন্দা জালে ধরা পড়েছেন উত্তর ময়মনসিংহের মাদক সম্রাট প্রীতি (৩০)।
রবিবার রাতে ১২০০ পিস ইয়াবা ও এক সহযোগীসহ পুলিশ তাকে আটক করে।
জানা যায়, শনিবার বিকালে ওসি ইমারত হোসেন গাজী গোপন সূত্রে জানতে পারেন যে, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরশল্পা গ্রামের নূর আহমেদের ছেলে মাদক ব্যবসায়ী প্রীতির বসতঘরে ইয়াবার বড় চালান লুকানো আছে। এ খবর পাওয়ার পর ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে শুরু হয় অভিযান। এক পর্যায়ে নির্দিষ্ট জায়গা থেকে ১২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হলেও প্রীতিসহ তার দুই সহযোগী পুলিশের আগমন টের পেয়ে পালিয়ে যায়।
তবে হাল ছাড়েননি ফুলপুর থানার ওসি। অবশেষে রবিবার রাতে চর বাহাদুরপুর এলাকা থেকে ওসির গোয়েন্দা জালে ধরা পড়ে প্রীতি ও সোহাগ নামে তার এক সহযোগী। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সোমবার আদালতে চালান দিয়ে দুই দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে ওসি ইমারত হোসেন গাজী জানান, প্রীতিকে গ্রেফতার করতে ডিআইজি ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করা হচ্ছিল। এদিকে, মাদক সম্রাট প্রীতি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে আসে।
উল্লেখ্য, গত ৫ বছরে মাদকের এত বড় চালানসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনা ফুলপুরে এটিই প্রথম। অভিযানে অংশ নেন এসআই কবির আহমেদ, এসআই আশরাফুল, মানিক, ফাইজুল, এএসআই বাসেদ প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ইমারত হোসেন গাজী বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন