বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনার এই দুর্যোগে ইতালিসহ বিভিন্ন দেশে শত শত চিকিৎসক মানুষের সেবা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তবুও নিজেদের দায়িত্ব থেকে পিছুপা হননি। কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা মানুষের জীবন রক্ষার চাইতে নিজেদের সুরক্ষা দিতে বেশি ব্যস্ত, ইতিমধ্যে মানুষের মাঝে এই দুর্নামটি ছড়িয়ে গেছে। বর্তমান সরকার চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পর্যাপ্ত পিপিইসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। তাই এই দুর্যোগে সেবার ব্রত নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালগুলোর মালিকরা স্বাস্থ্যসেবা দেওয়ার নামে নিজেরা বিত্তশালী হয়েছেন। অথচ করোনার এই দুর্যোগে মানুষকে স্বাস্থ্যসেবা না দিয়ে উল্টো প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন। যদি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকগুলো চালু করা না হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার শেখ হাসিনা মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরটি পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োচনা সভায় আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি হোসনে আরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মো: মাহবুব হোসেন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
পরে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ডা: মুরাদ হাসান এমপি।
উল্লেখ্য, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের দেড় কোটি টাকা মূল্যের আরটি পিসিআর ল্যাব স্থাপনে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল