২৪ মে, ২০২০ ২০:৪০

দশমিনায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি:

দশমিনায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আম্ফানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর দশমিনায় দুস্থ-অসহায় ৪০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। আজ সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান, মেডিক্যাল ক্যাম্পেইন, বীজ বিতরন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়। 

মেডিকেল ক্যাম্পেইনে ৪০টি পরিবারের শতাধিক ব্যক্তিকে স্বাস্থ্য সেবা ও ওষুধ দেয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস বরিশালের সার্বিক তত্ত্বাবধানে মেজর স্মৃতি দত্ত’র নেতৃত্বে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেনসহ এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ।

মেজর স্মৃতি দত্ত বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, মেডিক্যাল ক্যাম্পেইন সবজির বীজ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর