৫ জুন, ২০২০ ১৯:৪৫

ঝিনাইদহে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ৮ জুয়াড়ি আটক

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ :

ঝিনাইদহে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ৮ জুয়াড়ি আটক

ঝিনাইদহে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতদের কাছ থেকে মদ, ইয়াবা, গাঁজা, মোবাইল, সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। 

পুলিশ ও র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে। এসময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ০৩ কেজি গাঁজা, ৪২০টি ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল সেট, ৪টি সিম কার্ড ও মাদক বিক্রির নগদ ১৫০০ টাকাসহ পাইকপাড়া গ্রামের ওহাব মোল্লার ছেলে মেহেদী হাসানকে আটক করে। 

এদিকে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পূর্ব পাশে মেসার্স ভাই ভাই গদি ঘরের পিছনে জনৈক রবিউল ইসলামের অব্যবহৃত কাঁচাপাকা টিনশেড রুমের ভিতর অভিযান চালানো হয়। সেসময় জুয়া খেলার সারঞ্জামাদি ও কিছু নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করে। 

আটককৃতরা হলো হামদহ খন্দকার পাড়ার রওশন খন্দকারের ছেলে ইমরান খন্দকার (২৮), একই পাড়ার মশিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৮), মৃত মারেফত উল্লাহর ছেলে সাকির উল্লাহ (৪৫), মৃত আ. জলিলের ছেলে আ. সাত্তার (৪৮), মৃত মহসিন খন্দকারের ছেলে বিনুছ আলী খন্দকার (৪০), হামদহ ট্যাংকি পাড়ার মৃত আ. জলিল শেখের ছেলে রেজাউল শেখ (৫৭), হামদহ নতুন পল্লীর মৃত বজলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৬) ও  কাঞ্চনপুর গ্রামের আইনুদ্দিন মন্ডলের ছেলে লালন মন্ডল (৪৭)। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়ার সুবল সর্দ্দার এর বাড়ির সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

এসময় মুক্তিপাড়ার আফতাব মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম আশা (৪০) ও এয়াকুব জোর্দ্দারের ছেলে সজিব বিশ্বাসকে (২৫) ৩০৭ লিটার বাংলা মদসহ তাদেরকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর