৫ জুন, ২০২০ ২০:৩৪

কুড়িগ্রামে বাসের যাত্রী ও চালকদের মাঝে মাস্ক বিতরণ করলেন ডিসি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাসের যাত্রী ও চালকদের মাঝে  
মাস্ক বিতরণ করলেন ডিসি

করোনাভাইরাস মোকাবিলায় সকল যাত্রী ও চালকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সুপারের পর এবার কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম দূরপাল্লার বিভিন্ন পরিবহণ কাউন্টারে যান। ‘নো মাস্ক, নো ট্রাভেলিং’ প্রতিপাদ্যে দূরপাল্লার বাস যাত্রী ও চালকদের মাস্ক বিতরণ করে স্বাস্থ্যবিধি মানতে আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষপাড়ার ঢাকা ও চট্টগ্রামগামী বাসের বিভিন্ন কাউন্টারে গিয়ে অভিযান চালান তিনি। এ সময় তিনি সকল যাত্রী ও বাসচালকদের স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে যাতায়াতের আহবান জানান। সামাজিক দূরত্ব পালন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, সরকারের নির্ধারিত বাসভাড়া মনিটরিংসহ এ কর্মসূচি চলমান থাকবে বলে তিনি জানান।

জেলা প্রশাসাক নিজেই ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাথে নিয়ে বাস সংশ্লিষ্টদের সচেতনতায় ব্যানার ও ফ্যাস্টুন কাউন্টারে ও বাইরে লাগিয়ে দেন। এছাড়াও তিনি যাত্রীদের ও পথচারীদের মাঝে নিজেই  মাস্ক বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক পরিবহণ সংশ্লিষ্ট ও সকলকে এক লাখ মাস্ক বিতরণের ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর