রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন করোনা রোগী।
শুক্রবার দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র প্রদান করা হয়। এ উপলক্ষ্যে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে তাদের ফুল ও বিভিন্ন মৌসুমী ফল উপহার দেওয়া হয়।
ছাড়পত্র বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার আবু জালাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন ও ডা. নিউটন সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার আবু জালাল বলেন, ভয় নয়, সচেতনতাই করোনাভাইরাস থেকে সুস্থ্য থাকার প্রধান কৌশল। আমাদের এখানে সর্বমোট ৮ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্য থেকে আজ ৫ জনকে ছাড়পত্র প্রদান করা হলো। সুস্থ হওয়া ৫ জনের নমুনা রিপোর্টে ২ বার নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনের নমুনা রিপোর্ট একবার নেগেটিভ এসেছে, আজ আবার আমরা নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি এই রিপোর্ট নেগেটিভ আসলে তাদেরকেও ছাড়পত্র প্রদান করা হবে।
সুস্থ হওয়া রোগীরা হলেন বড় কলকলিয়া গ্রামের রিনা বেগম, নাছির মন্ডল, পাংশা কুড়াপাড়ার রমজান আলী, বাওইখোলার আব্দুর রহমান এবং চৌবাড়ীয়ার ছামিরন নেছা।
বিডি প্রতিদিন/আল আমীন