৭ জুন, ২০২০ ১০:৫১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, শিশু ও স্বামী আহত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, শিশু ও স্বামী আহত

পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুনা বেগম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় স্বামী আমীর হোসেন গাজী ও ৮ মাসের শিশুপুত্র আব্দুর রহমান গুরুত্বর আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের জেলা শহরের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

সদর থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আমীর হোসেন গাজী তার নিজস্ব মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে পটুয়াখালীতে আসছিলেন। শহরে প্রবেশদ্বার চৌরাস্তা সংলগ্ন এলাকা অতিক্রমকালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুনা নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আমীর ও তার শিশুপুত্রকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পাঠানো হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর