৭ জুন, ২০২০ ১১:৩২

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এঘটনায়  দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড গুলি ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

রবিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৩ ও ডি-৪ নং এর মাঝখানে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তি একজন রোহিঙ্গা ডাকাত এবং জকির গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। নিহত ডাকাত মোহাম্মদ শরিফ (২৬) উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুস ছালাম ওরফে মোহাম্মদ সেলিমের ছেলে। 

আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই মোহাম্মদ আমির ও কনস্টেবল মোহাম্মদ আজিজ।

এ তথ্যটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর