নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রামের বসত ঘর থেকে স্বামী-স্ত্রী দু'জনের লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের মৃত আব্দুর রাশিদ খানের ছেলে উজ্জল খানের (৪০) ঝুলন্ত ও বিছানায় সোয়া অবস্থায় স্ত্রী সুরাইয়া আক্তার রুবির (৩২) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে উজ্জল খানের স্বজনরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে লাশ দেখতে পান স্বজনসহ স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। রুবি উজ্বলের দ্বিতীয় স্ত্রী বলে জানান স্থানীয়ও স্বজনরা। তবে তাদের করোরই কোন সন্তান ছিলো না।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে ফাঁসিতে ঝুলে থাকতে পারে। যেহেতু কৃষক উজ্বলের দুই স্ত্রী, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো বেশ কিছুদিন ধরেই। তবে তিনি নিঃসন্তান ছিলেন। ঘরের ভেতরে বিছানায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় স্ত্রী ও স্বামী উজ্বল ঘরের ধর্না (আড়ার) সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। লাশ দুটোর সুরত হাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়ার হবে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ