৭ জুন, ২০২০ ১৪:৪৭

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়অর আখাউড়া স্থলবন্দরের আগরতলা অংশে কর্মরত ৮ জন বিএসএফ সদস্যসহ ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবার স্বাস্থ্য সুরক্ষায় ভারত সরকার স্থল বন্দরের ভারতীয় অংশ আগামী ১২ জুন পর্যন্ত ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। 

ঘোষিত সময়ে বাংলাদেশ-ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দরের সমস্ত আমদানি-রফতানি কার্যক্রম বানিজ্য বন্ধ থাকবে। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় বাংলাদেশ অংশেও লকডাউন ঘোষণা করতে আখাউড়া উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 
তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দর এলাকায় কর্মরত ভারতের ৮ জন বিএসএফ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর শরীরে রবিবার করোনাভাইরাস শনাক্ত হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর