নেত্রকোনার মদনে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় আঙ্গুর মিয়া হত্যা মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। আজ রবিবার নেত্রকোনার সদরে আসামিরা একত্রিত হয়ে মিটিং করার জন্য প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত ১৫ এপ্রিল শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আঙ্গুর মিয়া গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেলে পাঠালে সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাতেই মারা যান।
পরদিন ১৬ এপ্রিল নিহতের ভাই সাকের আহম্মদ জানু বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মদন থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এরপর থেকে এই পর্যন্ত মামলায় এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন। আজ রবিবার তারা সম্মিলিত হলে পুলিশ গিয়ে আটক করে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার নেত্রকোনা সদর থেকে আঙ্গুর হত্যা মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করে নেত্রকোনার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত