ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের মধ্যে তিন দিন পর ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার।
রবিবার সকালে মাদারীপুর জেলার শিবচরের মাওয়া ঘাট এলাকার পদ্মা সেতুর পশ্চিম পাশ থেকে লাশ ২টি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ হলো নিখোঁজ সদরপুরের শহীদুল ব্যাপারী ও তার চাচাতো ভাই রুবেল বেপারী। তবে এখনো বাকি ৩ জনের লাশ উদ্ধার হয়নি।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, মাওয়া এলাকার পদ্মা নদীতে লাশ দুটি বাসতে দেখে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে লাশ দুটি সনাক্ত করে। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার গুলোকে আর্থিক ভাবে অনুদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারীতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৮টার দিকে আকটের চর ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ২৭ জন দিন মুজুর বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে ২২ জন সাতরে তীরে উঠে আসতে পারলেও ৫ জন নিখোঁজ হয়। এখনো তিনজনের লাশ খুঁজে পাওয়া যায় না।
বিডি প্রতিদিন/এ মজুমদার