কুড়িগ্রামে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে স্যানিটাইজেশনের জন্য জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালের করোনা আইসোলেশনের পৃথক ইউনিটের ওটিআই ও ওপিডি প্রবেশদ্বারে স্যানিটাইজেশনের জন্য এ টানেলের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহম্মেদ।
সামাজিক সংগঠন “ফেসবুক গ্রুপ করোনা আপডেট” কুড়িগ্রামের সকল সদস্যের সহযোগিতায় ও তাদের অর্থায়নে এ টানেল স্থাপন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম,সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান,ডেপুটি সিভিল সার্জন ডা.বোরহানুল আলম সিদ্দিকী ও ফেসবুক গ্রুপ করোনা আপডেটের কুড়িগ্রামের সমন্বয়ক আব্দুল হান্নান, আল ফারাবি, স্বচ্ছ ও সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনের পর অতিথিগণ টানেলের ভেতর দিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটের প্রবেশদ্বারে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার