নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবর রহমান সরকারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউপি সদস্যসহ সাধারণ মানুষ।
আজ রবিবার বেলা ১১টার দিকে পঞ্চপুকুর ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্যসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউপি সদস্য জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হক, ইউপি সদস্য আব্দুল আজিজ, লাভলী খাতুন, লাকী বেগম, জোসনা বেগম, মাহবুবর রহমান প্রমখ।
বক্তারা দাবি করে বলেন, আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকারকে দলীয় ও সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ সম্মানহানি ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি কুচক্রীমহল। সম্প্রতি ওই মহল অনলাইন ভিত্তিক টেলিভিশন ও পত্রিকাকে প্রভাবিত করে চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ চুরি এবং নারী কেলেঙ্কারির মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। মনহানিকর মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশনকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন