রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুল হকের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। আজ রবিবার দুপুরে নগরীর কাচারি বাজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যাকাণ্ডে সুষ্ঠ তদন্ত ও জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এসময় বক্তারা বলেন, আইনজীবী আসাদুল হককে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার ঘটনা প্রমাণ করে দেশের আইনজীবীরা সুরক্ষিত নয়। পলাতক অন্য আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সমাবেশে রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত