মানিকগঞ্জের শিবালয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার সকালে চাষীর হাসি সংগঠনের আয়োজনে উপজেলার ইন্তাজগঞ্জ এলাকায় ধান কেটে মারাই করে দেন জেলার বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী।
এসময় উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজুর রহমান, চাষীর হাসি সংগঠনের সভাপতি মো. হারুন ও সদস্য বুলবুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলার রাসেল ভূইয়া নামের কৃষকের ২ বিঘা ধান কেটে এই ধান কাটা কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম