করোনাভাইরাসের এই দুর্যোগ থেকে সুরক্ষা রাখতে বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি থেকে রিক্সাচালক ও পত্রিকা বিক্রেতা হকার্সদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথায় এই কর্মসূচির উদ্বোধন করেন অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির ভারপ্রাপ্ত সভাপতি টিপু সুলতান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলামের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক লিপি প্রধানের সার্বিক তত্বাবধানে শ্রমিক ও হকার্সদের মাঝে এই স্বাস্থ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সদ্দিকী, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, জোটের কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রæ, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, ফরিদুজ্জামান, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক লিপি প্রধান, সহ সভাপতি সাজ্জাদ আলী, আতাউর রহমান, ওয়ারেছ ভুট্ট, রাশেদুল হক এরিন্স, রাজন চৌধুরী, শহিদুল ইসলাম, আফসানা মীম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত