বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ওরফে মিস্টার (৩৮) হত্যাকান্ডে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ শেখকে প্রধান করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ নামের এক আসামিকে গ্রেফতার করেছে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, মামলার বাদী মিস্টারের বাবা আরমান হোসেন ড্রাইভার। এজাহারে পূর্ব বিরোধের জের ধরে মিস্টারকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়ার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, মামলা পাওয়ার পর তদন্ত এবং অভিযান চলছে। এ মামলায় একজন গ্রেফতার হয়েছে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৪ থেকে ৫ জন অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। গ্রেফতার ফিরোজকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বগুড়া সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্তবর্তী জানান, মামলার প্রধান আসামি আলহাজ্ব শেখ। মামলার তিন নাম্বার আসামি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ৫ মে শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালায় মসজিদের পাশে জেলা স্বেচ্ছাসেবক লীগ মিস্টারকে পিছন থেকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন