কুমিল্লার মনোহরগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া হাজী মো. মোস্তফা ওরপে মোহাম্মদ মিয়ার নামক বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত বৃহস্পতিবার (৪ জুন) তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলার নাথেরপেটয়া ইউনিয়নের ধোপামুড়ি নিজ বাড়িতে মারা যান। ওই মৃত ব্যক্তিসহ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি গ্রামের মৃত হাজী আলী মিয়ার ছেলে হাজী মোঃ মোস্তফা ওরপে মোহাম্মদ মিয়া (৭৭) কয়েকদিন থেকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিম গত বুধবার (৩ জুন) ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরদিন বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। আজ রবিবার (৭ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তাৎক্ষনিক স্থানীয় প্রশাসন ওই বৃদ্ধের বাড়ি লকডাউন ঘোষণা করে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, মনোহরগঞ্জে এ পর্যন্ত ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন একজন। সুস্থ হয়ে ওঠেছেন ৮ জন। তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার